Post# 1465622135

11-Jun-2016 11:15 am


জাকাতের টাকা আমি সাধারনতঃ কোনো প্রতিস্ঠান বা ব্যক্তিকে দেই না। যারা অন্য কাউকে দেয়ার জন্য জাকাত আদায় করে।

যেমন, "অমুক আছে খুব গরিব, তার জন্য কিছু সাহায্য করেন।"

এ দেশে করাপশন খুব বেশি। দেয়া টাকার খুব কম অংশ প্রাপকের কাছে যায়। মিডেল ম্যনরা খেয়ে ফেলে একটা অংশ। সবাই খায় না। অনেকে খায়। কে কতটুকু খেলো সেটা বুঝার উপায় নেই।

এ কারনে মাদ্রাসাতেও দেই না। কিন্তু "আলেমরা তো হারাম খাবে না?"

ভুল ধারনা। সেখানেও এটা হালাল করার উপায় আছে। ফতোয়া আছে। কিন্তু হালাল করার পর আল্টিমেটলি প্রাপক এটা ভোগ করতে পারে না। মিডলম্যনদের হাতে চলে যায়।

______
জাকাতের টাকা আমি দিয়ে দিলাম। বাহক যদি এটা গরিবদের না দিয়ে নিজে খেয়ে ফেলে আমার জাকাত কি আদায় হবে?

এর উত্তর মুফতিগন দিতে পারবেন। ফতোয়া লাগবে। কিন্তু রিস্ক নেবার দরকার কি?

গরিবের হাতে সরাসরি দিলে আর সন্দেহ থাকে না। জাকাত ঠিক মত আদায় না হলে সম্পদ ধংশ হয়ে যায়। যেমন বিয়ের পর অধিকাংশ মেয়েদের গোল্ডের গয়না সব চুরি হয়ে যায়।

_______
খবরে দেখলাম একটা এনজিও জাকাতের টাকা বিতরন করছে। তারা ডিকলেয়ার করে দিয়েছে ঐ টাকার ১২% তারা নিজ খরচের জন্য রাখবে। এটা ঠিক আছে। পরিস্কার করে বলে দিয়েছে। জায়েজ আছে। এবং আমি জানি আমার টাকার কত পার্সেন্ট গরিবদের কাছে যাচ্ছে।

এখানে টাকা দিতে আপত্তি থাকার কারন নেই যদি তারা তাদের দাবিতে সৎ থাকে। কিন্তু এটা পরিস্কার করে না বলে যদি গোপন রাখতো তবে তারা যত খুশি টাকা "নিজেদের খরচের" জন্য রেখে দিতে পারতো।

সেটা তখন আমার কাছে আনএক্সেপটেবেল হতো।

11-Jun-2016 11:15 am

Published
11-Jun-2016