Post# 1465459102

9-Jun-2016 1:58 pm


পেরেন্টিং, হাবীব'স স্টাইল:

"শিবলি মেহদি ভাই কত সুন্দর উনার বাচ্চাদের দ্বিন শেখাচ্ছে। আর তুমি?"
বৌয়ের ঝাড়ি।

বললাম, "কি করতে হবে?"

"মসজিদে যাবার সময় বাচ্চাগুলোকেতো নিয়ে যেতে পারো।"

বললাম, "অকে।" :-D

_____
কয়েকদিন করলাম। বাচ্চাগুলো ভালো। "মসজিদে যাও" বললেই যায়। কিন্তু কাউকে বলতে হবে।

কাজটা রিডানডেন্ট লাগলো।

এটা ডিজিটাল যুগ। সব অটোমেট করতে হবে। :-P

______
বাসায় একটা পুরানো লেপটপ ছিলো। এটা লবিতে বসিয়ে স্পিকার লাগিয়ে রেকর্ড করে দিলাম "নামাজের আর ১০ মিনিট বাকি। সবাই ওজু করে মসজিদে চলে যাও!"

পাচ ওয়াক্ত নামাজে সময় মত বাজে। বাচ্চারাও মসজিদে যায়।

Problem = solved ?

হা হা। জীবনটা এত সহজ হলে তো হতোই।

কিছু দিন পর বৌ বলে, "মাইকে শুধু তোমার চিল্লানি বাজে। কেউ এসব এখন আর শুনে না।"

_______
তাই আবার, বেক টু রিয়েল পেরেন্টিং।

নামাজের সময় হলে বাচ্চাগুলোকে মেনুয়েলি তাগাদা দিতে হয়।

কিন্তু ডিজিটেল সিসটেম এখনো আছে। সেহরি আর ইফতারিতে কাউন্ট ডাউন করে। জামাতের আগে স্বরন করিয়ে দেয়। "সেহরির সময় শেষ হতে আর ৩০ মিনিট", "১০ মিনিট", "২ মিনিট বাকি" এর পর ডিজিটাল আজান।

বাচ্চাদের লাভ না হলেও বচ্চার বাপের লাভ হচ্ছে। লেপটপে বসে থাকলেও এখন নামাজ মিস হবার সম্ভাবনা নেই, ইনশাল্লাহ। :-D

    Comments:
  • ঠিক আছে ইনশাল্লাহ। আমি আমার মতগুলোকে স্পস্ট করে বলে একটা স্টেটাসে দিয়ে দেবো, ইনশাল্লাহ। সিরিজ পোস্টে।

    যদিও আমি আশংকা করছি এগুলো বলা দ্বারা ছোটো গ্রুপগুলোর আক্রমনের শিকার হবো। এই বিরোধিতার মুখোমুখি হওয়ার প্রয়োজন আমার আছে কিনা, সেটা একটা ডিসিশন যদিও।

  • "আক্রমণ দ্বারা আপনি খুব একটা আক্রান্ত হন বলে মনে হয় না।" <-- (Y) আপনি তো আমার "মুখোশ উন্মোচন" করে দিচ্ছেন ভাই। :-P

    বলিনা দেখে হইনা। কিন্তু হলে তখন কি সামাল দিতে পারবো? এটা একটা কোশচেন :-D

9-Jun-2016 1:58 pm

Published
9-Jun-2016