Post# 1465382418

8-Jun-2016 4:40 pm


উচু বিল্ডিংয়ে ইফতার করলে সূর্যাস্তের সময় পরিবর্তিত হয় কিনা?

মনে করেন: মাটিতে দাড়িয়ে আমি দেখলাম এই মাত্র সূর্যাস্ত হয়ে গিয়েছে। সংগে সংগে গাছের মাথায় ঊঠে গেলে আমি আবার সূর্যের কিছু অংশ দেখতে পারবো।

উপরে ঊঠলে আরো দূরে দেখা যায় বলে।

এটাকে বলে horizontal dip.
সহজ করে বললাম।

এখন এর জন্য কত তলায় উঠলে কতটুকু সময় দেরিতে সূর্যাস্ত হবে?

নির্ভর করে, লোকেশনের উপর। পৃথিবীর যত উত্তর বা দক্ষিনে যাবেন, তত বেশি পার্থক্য হবে।

সহজ হিসাব:

৪ তলায় থাকলে আধা মিনিট পর সূর্যাস্ত দেখতে পাবেন।
১০ তলায় ১ মিনিট
২৫ তলায় দেড় মিনিট।

সহজ ফরমুলা:

মিনিট দেরি হবে = 0.3 * √( তলা )

In depth knowledge: [ নিচের আর্টিকেল থেকে উপরের ফরমুলাটা বের করা হয়েছে ]

http://www-rohan.sdsu.edu/~aty/explain/atmos_refr/dip.html

রেলিভেন্ট: বুরুজ খলিফার টপ ফ্লোরে পাচ মিনিট পর ইফতারি করতে হবে।

http://www.thenational.ae/uae/fatwa-means-late-iftar-on-top-burj-khalifa-floors

8-Jun-2016 4:40 pm

Published
8-Jun-2016