Post# 1465307184

7-Jun-2016 7:46 pm


সেকাল-একাল:


সেকালে ইফতারিতে গরিব লোকেরা পান করতো লেবুর শরবত.
বড় লোকেরা খেতো রুহ আফজার রং দেয়া শরবত।

একালে বড় লোকেরা পান করে লেবুর শরবত,
আমাদের মত আম পাবলিকেরা খায় রং দেয়া শরবত। :-P


সেকালে গরিব লোকেরা পড়তো "সস্তা সুতির" শাড়ি,
বড় লোকেরা পড়তো কালারফুল সিনথেটিক কাপড়।

একালে বড় লোকেরা পড়ে "পুরোটাই সুতির" কাপড়।
গরিবদের জন্য সিনথেটিক :-D


সেকালে আমরা দোকান থেকে মিস্টি কিনে আনতাম কাঠাল পাতায়,
বড় লোকেরা কিনতো মিস্টির বাক্সে।

একালে আমরা মিস্টি কিনি বাক্সে,
বড় লোকদের জন্য কাঠাল পাতা।

Full cycle = complete :-P

7-Jun-2016 7:46 pm

Published
7-Jun-2016