Post# 1465234682

6-Jun-2016 11:38 pm



সুইডেন নরওয়ে জার্মানি রাশিয়ায় এবার ২০ ঘন্টার উপর রোজা। মানে রাত ১০ টায় ইফতারি। আবার রাত ২ টায় সুবহে সাদিক, এরকম।

ভালো দিক হলো আবহাওয়া ঠান্ডা বলে পিপাসা কম লাগে। মরুভূমিতে ১৫ ঘন্টা রোজা রাখা আরো কঠিন।


রোজা ফরজ হয় হিজরি ২ সাল থেকে। তখন ছিলো ফেব্রুয়ারি-মার্চ মাস। অর্থাৎ রোজা আরম্ভ হয় মোটামুটি শীতকালের কাছাকাছি থেকে।


এখন জুনে রোজা আরম্ভ হয়েছে। সামনের বছর ইনশাল্লাহ মে মাসে আরম্ভ হবে। এভাবে বছর ঘুরে ৩৩ বছর পর রোজা আবার জুনে ফিরে আসবে। তাই ৩৩ বছর ধরে কেউ রমজানের রোজা রাখলে তার শীত গৃষ্ম সব কালে রোজা রাখার এক্সপেরিয়েন্স হয়ে যাবে। :-P

6-Jun-2016 11:38 pm

Published
6-Jun-2016