Post# 1464770540

1-Jun-2016 2:42 pm


কিছু উপদেশ যেগুলো কিছু দিন পর পর ফেসবুকে আমাকে কেউ না কেউ গায়ে পড়ে দিয়ে যায়। সে বিষয়ে :-P


"এই লিখকের ঐ বইটা পড়ে দেখবেন"

সমস্যা হলো ঐ বইটা সবসময়ই সমসাময়িক কোনো লিখকের লিখা। যার অধিকাংশ কথা লিখকের ধারনাপ্রসুত। তাতে সমস্যা নেই যদি ঐ লিখক আমার ইমাম হন। কিন্তু প্রায় কোনো ক্ষেত্রেই উনি সেরকম না। তাই উনার চিন্তা-ভাবনা আমার কাছে গ্রহন যোগ্য হবার কোনো কারন নেই।

এবং এসব বইয়ের অধিকাংশ ক্ষেত্র কিছু সিলেকটিভ রেফারেন্স দেয়া থাকে যেগুলো লিখক হয়তো চেইরি পিক করেছেন উনার ইচ্ছে মত যেখান থেকে সুবিধা। এবং কিছু ক্ষেত্রে আউট অফ কনটেক্সটে।

এর থেকে বরং অরিজিনাল সোর্সের কথা বলেন। কোন তফসির, বা শরিয়ার বই থেকে এই রেফারেন্সগুলো নিয়েছেন সেই গ্রন্থটা পড়তে বলেন। আমি পড়ে দেখবো ইনশাল্লাহ যদি ঐ বইগুলো সর্বজনগ্রাহ্য, বিখ্যাত, মূলধারার বই হয়।


"ঐ বিষয়টার উপর পড়ে দেখবেন, জেনে নিয়েন" [নির্দিস্ট কোনো বইয়ের নাম না বলে]

জানার অনেক বিষয় আছে। কম বেশি সব কিছুই উপকারী। এর পরও সব বিষয়ে আমার জানার দরকার নেই, শুধু প্রয়োজনীয়টুকু হলেই হলো।

কোরআন শরিফ থেকে আরো দুইটা আয়াত মুখস্ত করার থেকে যদি ঐ বিষয় জানা আমার জন্য আরো জরুরি হয়, তবে সে দিকে সময় দেয়া যায়।

কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ঐ সব বিষয়ে ডিটেলস জানায় আমার কোনো উপকার নেই।


"এই সব প্রকাশ্যে বলবেন না। নিজের কাছে রাখবেন"
"ঐ পোস্টটা মুছে দেন"
"এই বিষয়ে না লিখে বরং ঐ বষয়ে লিখেন"
"আপনি বরং ফেসবুক থেকে চলে যান"

আপনি যা বলতে চান সেটা নিয়ে আপনি লিখবেন। আমি যা বলতে চাই সেটা নিয়ে আমি লিখবো। আপনি ভাই কেন মনে করছেন আমি আপনার কাছ থেকে উপদেশ নিয়ে লিখবো?

:-D

#HabibRant

    Comments:
  • ৩০০ টার মত জেকফ্রুট আছে। প্রতিটা ১০ টাকা করে।

1-Jun-2016 2:42 pm

Published
1-Jun-2016