মানুষ জুলুমের খবরকে যখন ইনসাফের খবর হিসাবে প্রচার করে খুশি মনে।
এরকম আরো কিছু জুলুমের খবর, যেগুলো ইনসাফের খবর হিসাবে প্রচার হয়:
"ভ্যট চালান দিচ্ছিলো না। মেজিস্ট্রেট কে ডাকলাম। এসে ৩০ হাজার টাকা জরিমানা করলো। আমাকেও ৬ হাজার টাকা পুরুস্কার দিলো।"
উল্লেখ্য: ভ্যট আদায় ইসলামে হারাম, এবং আদায়কারী, সাক্ষি, সহায়তাকারী [আরবীতে মাককাস] সবার উপর আল্লাহ তায়ালা লানত, যে রকম যারা সুদ খায় তাদের উপর লানত।
"গাড়ি/সিএনজি ডাকলাম বলে যাবে না। ম্যজিস্ট্রেটকে ডেকে আনলে জরিমানা করলো।"
প্রত্যেকের কোনো কাজ করার বা না করার স্বাধিনতা আছে।
"দাম বেশি চাচ্ছিলো মেজিস্ট্রেট ডেকে আনলাম... .... " --- যে কোনো দামে মাল বিক্রির অধিকার বিক্রেতার আছে। যার কাছ থেকে কমে পায় তার কাছ থেকে ক্রেতা কিনবে।
"মেজিস্ট্রেট" <--- বাংলাদেশের জুলুমের হাতিয়ার।
যে লোকের উপরই দু ব্যক্তির বিচারের ভার দেয়া হয়েছিলো তাকে দুই হাত বেধে পুল সিরাতের উপর তোলা হবে। যদি উভয় পক্ষ বলে সে ইনসাফের সাথে বিচার করেছিলো তবে হাতের বাধন খুলে যাবে সে মুক্তি পাবে। নয়তো সে নিচের আগুনে পড়ে যাবে।
"মেজিস্ট্রেট" <-- আল্লাহ তায়ালা এই পদ থেকে আমাকে আর আমার বংশধরদের রক্ষা করুন।
রিজিক কামাইয়ের অনেক উপায় আছে। আমার বংশের কাউকে আল্লাহ তায়ালা যেন "সৎ মেজিস্ট্রেট"ও না করেন।