সুফিয়ান থাওরি রাহিমাহুল্লাহ বলেন, অন্তর কঠোর হয়ে যাবার দশটা কারন
১। কেউ নিজের জন্য দোয়া করে কিন্তু তার বাপ-মা আর মুমিন-মুসলিমদের জন্য করে না।
২। কেউ কোরআন শিখেছে কিন্তু প্রতিদিন সেটা থেকে ১০০ আয়াত পড়ে না।
৩। কেউ মসজিদে প্রবেশ করেছে এবং বাহিরও হয়ে গিয়েছে, কিন্তু তাতে ২ রাকাত নামাজ পড়ে নি।
৪। কেউ কবরস্থানের পাশ দিয়ে গেলো, কিন্তু কবরবাসীদের সালাম দিলো না বা দোয়াও করলো না।
৫। কেউ জুম্মার দিন কোনো শহরে ঢুকলো আর বেরিয়ে গেলো, কিন্তু জুম্মা পড়লো না। [টিকা: আগেকার দিনে শুধু মাত্র শহরে জুম্মা হতো]
৬। কেউ তার নিজের মহল্লায় আসলো এবং সে নিজে আলেম, কিন্তু তার ইলম থেকে সে কাউকে কিছু শিখালো না।
৭। কেউ সংগি নিয়ে কোনো বন্ধুর সাথে দেখা করলো কিন্তু প্রত্যেকে প্রত্যেকের সংগির নাম জিজ্ঞাসা করলো না।
৮। কেউ দাওয়াত দিলো এবং সে কবুল করলো, কিন্তু দাওয়াতে গেলো না।
৯। কোনো যুবক যৌবন অতিক্রম করলো, কিন্তু ইলম আর আদব [ভদ্রতা] শিখলো না।
১০। কারো পেট ভরা এবং তার সাথে দেখা করতে কোনো ক্ষুধার্ত লোক আসলো, অথচ সে তাকে কোনো খাবার দিলো না।
(আরবী শেখার প্রেকটিস হিসাবে এটা আনুবাদ করা)
- Comments:
- BNP র নেতারা সাধারনতঃ ভুল বলেন না। এজন্যই BNP সাপোর্ট করি। যারা আওয়ামিলিগ করে তারা হলো ভারতের দালাল। কইয়া দিলাম। :-P
- না ভাই, আমার বেকগ্রাউন্ড মাদ্রাসা না। শিখতে হলে সময় দিতে হবে। যত ঘন্টা সময় দেবেন তত শিখতে পারবেন।
আর এটার আরবী অনেক সহজ ছিলো তাই পেরেছি। একটু কঠিন হলে আর পারি না। তাই খুব ভালো এখনো শিখা হয় নি।
জাজাকাল্লাহ।