আমাদের ইয়াসির কাজী সাহেব কিছু দিন আগে মসজিদুল আকসা ঘুরে এসে এখন সিরিজ পোস্ট দিচ্ছেন। এটা হলো সেই দেয়াল যে দেয়ালের এক সাইডে ইহুদিরা দোয়া করে। ইহুদিদের সাইডের উল্টো দিকে উনি দাড়িয়ে। এই হুকটাতে বুরাককে বেধে রাখা হয়েছিলো, মিরাজের সময়।
আর উনি বলছেন বুরাকের ডানা ছিলো এরকম কোনো কথা হাদিস পাওয়া যায় না। একটা ঘোড়ার থেকে ছোট কিন্তু খচ্চর থেকে বড় বুরাকের ব্যপারে রাসুলুল্লাহ ﷺ বলেছেন এটা প্রতি পদক্ষেপে দিগন্ত পার হতো। মানে খুব দ্রুত দুনিয়ার উপর চলতো।