Post# 1450918658

24-Dec-2015 6:57 am


ব্যখ্যায় দ্বিমত থাকতে পারে। কিন্তু তথ্য বিকৃতি খারাপ। এতে বিশ্বাস হারিয়ে যায়। বিশেষ করে তথ্য বিকৃতিটা যদি আক্রমনের জন্য ব্যবহার করা হয়।

শায়েখ মতিউর রহমান মাদানীর লেকচার থেকে অনেক কিছু শিখেছি। কিন্তু এখন উনার উপর থেকে আস্থা হারিয়ে ফেলছি। রশিদ আহমেন গঙ্গুহি র: এর উপর আক্রমনের জন্য উনি রশিদ আহমেদের মুখে বলা একটা কুফরির কাহিনী এমন ভাবে বর্ননা করছেন যেন ঘটনাটা রশিদ আহমেদের নিজের জীবনে ঘটা কাহিনী আর কুফরি কথাগুলো রশিদ আহমেদ সাহেব নিজে বলেছেন।

এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

24-Dec-2015 6:57 am

Published
24-Dec-2015