Quote: "আসলে হজরত উমর রা: এর বর্ণিত এই হাদীসের ব্যাখ্যায় মুহাদ্দিসীনে কেরাম উম্মাহ কেন্দ্রিক সংঘবদ্ধতা বুঝিয়েছেন। কিন্তু আমরা আমাদের দলের সমর্থনে বলতে গিয়ে এর ভুল ব্যাখ্যা দিচ্ছি।"
এক সময় দেখতাম কেউ কেউ, "তোমরা আল্লাহর রশি দলবদ্ধভাবে ধর", "দল থেকে যে দুরে সরে গেলো তাকে মেষের মত বাঘে খেয়ে ফেলবে" এই আয়াতসমুহ আর হাদিসগুলো দিয়ে শিক্ষা দিতো যে, "আমাদের দলে তুমি যোগ না দিলে, তোমার নিজেকে এরকম একটা নতুন দল গঠন করতে হবে। কারন সবসময় দলের সাথে থাকতে বলা হয়েছে"।
পরে জেনেছি তাদের এই ব্যখ্যাটা ছিলো ভুল।
দল বলতে এখানে উম্মাহর সাথে একিভুত থাকা বুঝিয়েছে। এবং আমরা বর্তমানে যেগুলোকে দল বলি এরকম কোনো দলে যোগ দিলে বরং মূল দল উম্মাহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বো। তখন এই আয়াত আর হাদিসগুলোতে যা করতে নিষেধ করা হয়েছে, সেটা করা হবে।
ইন্টারেস্টিংলি তারা যে আয়াত কোট করে যে কাজটা করতে বলতো, ঐ আয়াতের ব্যখ্যা হলো ওই কাজটা যেন না করি।
আল্লাহ তায়ালা আমাদের সিরাতিল মুস্তাকিমের উপর রাখুন।