অনেক সময় "তথ্য ঠিক" সেটা মানি, কিন্তু শুধু ঐ তথ্য থেকে যে ব্যখ্যা পাওয়া যায় সেটা মানি না।
কারন এর বাইরেও তথ্য আছে, যেগুলো দিয়ে ভিন্ন কোনো ব্যখ্যা পাওয়া যায়।
এসব জায়গায় আমি যেহেতু আলেম না তাই তর্কে যাই না। কিন্তু স্পস্ট করে বলে দেই, "তোমার রেফারেন্স হাদিসগুলো ঠিক আছে, কিন্তু এর উপর তুমি যে ব্যখ্যা দিচ্ছ সেটা আমি গ্রহন করছি না।"
এখানে এরকম একটা ঘটনা নিচে বর্ননা করা হয়েছে। যেখানে মিশরবাসী লোকটির তথ্য ঠিক, কিন্তু ব্যখ্য ভুল ছিলো। সঠিক ব্যখ্যা দিয়েছেন আব্দুল্লাহ ইবনে ওমর রা:।