Post# 1435586481

29-Jun-2015 8:01 pm


নিউ ইয়র্কের একটা জেল থেকে দুই জন পালিয়েছে। এর পর ২৩ দিন পর ধরা পড়েছে। মুভিতে সাধারনতঃ দেখায় জেল পালানোর পর পুলিশ কুকুর নিয়ে তাড়া করে। গন্ধ ফলো করে তাদের ধরে ফেলে। এখানে এটা হয় নি কেন?

কারন তারা মরিচের গুড়ার স্প্রে নিয়ে গিয়েছিলো এবং যে রাস্তা দিয়ে হাটছিলো সেখানেই মরিচের গুড়া স্প্রে করে যাচ্ছিলো। কুকুরের গন্ধ Fail.

Tip for: "তোমরা যারা জেল থেকে পালানোর প্লেন করছো।" :-P

http://www.csmonitor.com/USA/USA-Update/2015/0629/Why-it-took-23-days-to-catch-David-Sweat-Pepper

    Comments:
  • আদিব হুজুরের কি ঢাকায় ব্রাঞ্চ আছে? এবং থাকলেও ছাত্রদের পিটায় নাকি পিটায় না?
  • জিজ্ঞাসা করেছিলাম আমাদের কিছু অনলাইন বিক্রেতাকে। কারো কাছে "খস" আতর নেই।
  • ভালো খবর দিলেন। লাস্ট যখন এটা নিয়ে লিখেছিলাম তখন পোলাপান সবাই "মার খাওয়া দ্বিনের জন্য নিরাপদ" টাইপের আর্টিকেলের লিংক দিয়ে আমাকে প্রায় পাগল করে দিয়েছিলো।
  • এর জন্য মাদ্রাসায় যোগাযোগ করে তাদের ডিটেল কোর্স কারিকুলাম বছর এসব জানতে হবে। এড্রেসটা একটু দিয়েন।
  • ^ Agent detected. হা হা হা।
  • পরিচিত ও পুরানো ব্রেন্ড। অনেকটা Akai টিভি, Yashika ক্যমেরা আর Rayban চশমার মত।
  • ইন্টারেস্টিং ব্যপার হলো না থাকলেও এরা সবাই কিন্তু এটা চিনে।

29-Jun-2015 8:01 pm

Published
29-Jun-2015