"When the wicked
Carried us away in captivity
Required from us a song
Now how shall we sing the lord's song in a strange land"
"বনি এম" এর একটা গান যেটা কিনা ৮০র দিকে বাংলার হাটে বাজারে বাজতো। আমি এখন জানি যে এখানে ইহুদিদের উপর আল্লাহ তায়ালার একটা আযাবের কথা বলা হয়েছে। যখন ইরাকীরা তাদের শহর জেরুজালেম ধ্বংশ করে তাদেরকে ধরে নিয়ে গিয়েছিলো বেবিলন শহরে, দাস হিসাবে।
এখানে পার্সপেকটিভটা ইহুদিদের প্রতি সিমপেথেটিক। কিন্তু আমরা এখন জানি কেন তারা cursed.
- Comments:
- না। ইহুদিদের। এটা বাইবেলের একটা ভার্স থেকে গানটা করা হয়েছে। Reggae song বলে। Raggae হল গত শতাব্দির একটা নতুন ধর্ম যারা নিজেদের আব্রাহামিক দাবি করে। একটা ফলস প্রফেট এর মত অনুসরন করে। মূলতঃ কৃষ্নাঙ্গরা এর অনুসারি।
- অনলাইনে বিক্রি করতে হবে। পেমেন্ট অন ডেলিভারি।