আজকে জানলাম: ফিতরা দেয়া ওয়াজিব হয় ঈদের চাদ উঠার পর। দিতে হয় ঈদের নামাজ আরম্ভ হবার আগে। ঈদের কয়েকদিন আগে ফিতরার টাকা দিয়ে দিলেও দেয়া হয়ে যাবে।
এবার ঠিক করেছি, ফিতরার টাকা ঈদের চাদ উঠলে, ঐ রাতেই ঘর থেকে বাইরে বেরিয়ে কোনো এক রিকশা ওয়ালাকে দিয়ে দেবো, ইনশাল্লাহ।