এক সময় এই ঘটনাগুলো শুধু বাংলা ফিলিমের ভিলেনদের করতে দেখা যেতো। ইভিল যখন একটা লজিক্যল লেভেল পার হয়ে যায় তখন এটা হিউমর হয়ে যায়। তাই এই ঘটনাগুলোকে হিউমর হিসাবেই এতদিন ফিলিমে ঢুকানো হতো।
এখন এগুলো এ দেশে বাস্তবতা। Welcome to the future.
____ copy/paste _____
রনি চালকের পাশের আসনের পাশে বসা। আমরা তিনজন ছিলাম পেছনের সিটে। ফ্লাইওভারের কাজ হওয়ার কারণে ইস্কাটনের রাস্তা কিছুটা সংকীর্ণ ছিল। হঠৎ যানজটে আটকে যায় গাড়ি। কয়েক মিনিট পরই হঠাৎ গুলির শব্দে চমকে উঠি। দেখি সামনের সিট থেকে আচমকা গুলি করছে রনি। আমি তাকে বলি ‘এই তুমি এইটা কি করলা? রনি কিছু বলে না। একটু হাসে। যানজট ভেঙে গেলে গাড়ি মগবাজারে পৌঁছে যায়।