Post# 1433693462

7-Jun-2015 10:11 pm


কিছু দিন আগে একটা খবর বেরিয়েছিলো বিদেশের প্রেকটিসিং মুসলিমরা "ফান্ডামেন্টাল" মুসলিমদের থেকে বরং "মডারেট" মুসলিমদের সংগে বন্ধুত্ব করাকে নিরাপদ মনে করে। কারনটা তারা যা লিখেছিলো সেই একই কারন এই ভাইও বলছেন:
_______
কিছু মানুষ আছে যারা হয়তো ইসলাম সম্পর্কে খুব কমই জানে কিন্তু যতোটুকু জানে ভালোভাবে জানে এবং সেটাই জীবনে ভালোভাবে আমল করে। এরা নিজেরা যে দলই করুক না কেন, এদের সাথে কথা বললে মনে হবে এরা আপনার দ্বীনি বোন, দল টল তখন ফ্যাক্ট মনে হয়না।

অপরদিকে একদল আছে যারা রেগুলার বিভিন্ন হালাকা, মজলিশে যায়, সক্রিয় ভাবে ইসলাম প্রচারের চেষ্টা করে, কিন্তু যখন দেখে অপর পক্ষ নিজের দলে না তখন তার উপর ঘৃনা পোষন করে। ভুল প্রমাণে উঠে পরে লাগে। পিছে অন্য দলের মানুষকে গণহারে বেয়াদপ, খারাপ, বিদআতী ইত্যাদি বলতে থাকে।

এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

7-Jun-2015 10:11 pm

Published
7-Jun-2015