ফিকাহ, মাসলা ও ফতোয়া নিয়ে মুসলিম সমাজে তর্ক, ঝগড়া, ঘৃনা এবং মারামারি বনাম ঐ মুসলিম জাতীর পতনের মাঝে একটা সম্পর্ক আছে। একটা জাতীর পতনের আগে তাদের উলামাদের মাঝে তর্ক-বিদ্বেষ মারামারির পর্যায়ে পৌছে যায়।
এর পর ঐ জাতীর পতন হয়। মোগল সম্রাজ্যের পতনের আগে এটা দেখা গিয়েছিলো। স্পেনের পতনের আগে। রাশিয়ায় মুসলিমদের পতনের আগে।
এটাকে বরং বলা যায় আসন্ন পতনের এক লক্ষন। একটা পূর্বাভাষ। A time to get ready.
দেশে আহলে হাদিসের প্রচাল চলছে ৯০র দিক থেকে। হানাফি আলেমদের পক্ষ থেকে তেমন কোনো বিরোধিতা ছাড়াই। বিরোধিতাটা আরম্ভ হয়েছে আমি বলবো মোটামুটি ২০১২ এর পর থেকে। এই বিরোধিতা আরম্ভ হবার পর এখন দুই দলের মাঝে তর্ক চরমে উঠছে।
আমার Forecast? এটা আরো বাড়বে। এবং এর পর ঐতিহাসিক ভাবে যা হয়, হয়তো তাই হবে। Time to get ready.
আল্লাহ আমাদের হিফাজত করুন।
- Comments:
- s/becon/beef/g
- BTW: আপনার PhD র কত পার্সেন্ট কমপ্লিট? এবং এর পর টাইগার আইটিতে ফিরে এসে, আমার বস হয়ে যাবার কোনো প্লেন আপনার আছে কিনা? Mahmuda Rahman