Post# 1433383283

4-Jun-2015 8:01 am


ঐতিহ্য যদি কিছু শিখতে চান তাহলে ভারতের দিকে তাঁকান। দেশটি এতবড় অত্যাধুনিক একটা সুপার পাওয়ার হবার পরও যেভাবে নিজেদের চিরায়ত জ্ঞানের মাধ্যমে দুর্যোগ মোকাবেলা করে তা সমগ্র পৃথিবীতে রীতিমত বিষ্ময় সৃষ্টি করেছে।

দেশটিতে অনাবৃষ্টি এবং খরার কারণে প্রায় হাজার খানেক মানুষের মৃত্যু হয়েছে। আর তারা এই খরা মোকাবেলার চেষ্টা করছে ব্যাঙের বিয়ে এবং নরবলী দিয়ে।

সারাদিন বন্ধুদেশের সমালোচনা না করে কিছু শিখুন...। আফ্রিকার হটেনটটরা পর্যন্ত নিজেদের চিরায়ত ঐতিহ্য ভুলে গেছে, কিন্তু ঐতিহ্য ধরে রেখেছে সুপার পাওয়ার ভারত।

- AKM Wahiduzzaman.

    Comments:
  • ঐ খানে যাওয়া আসার প্লেন ফেয়ারে, ৩ হাজার টাকার বার্গার হয়ে যাবে ৩ লাখ টাকা। :-)

4-Jun-2015 8:01 am

Published
4-Jun-2015