এ বছর জুন ৩০ তারিখে ঘড়িতে এক সেকেন্ড বেশি যোগ করা হবে
এবং ভুমিকম্প হচ্ছে।
এ দুটোর মাঝে কোনো যোগসুত্র আছে?
আছে। এক সেকেন্ড বেশি যোগ করতে হচ্ছে কারন পৃথিবীর ঘুর্নন স্লো হয়ে আসছে। স্লো হয়ে আসছে মানে এই কেনেটিক এনার্জিটা কোথাও যাচ্ছে। নিউটনের সুত্র।
বিজ্ঞানিদের ব্যখ্যা এই এনার্জিটা যাচ্ছে ভুমিকম্পে অথবা পৃথিবীটা আরেকটু গরম হয়ে উঠাতে। দুটোই হচ্ছে।
নেটে সার্চ করলে প্রতিটি ভুমিকম্পের পর পৃথিবীর ঘুর্নন ধীর হয়ে গিয়েছে তার উপর নিউজ কভারেজ পাওয়া যাবে।