Post# 1433132247

1-Jun-2015 10:17 am


চেয়ারে বসে নামাজ পড়া নাজায়েজ : ইসলামিক ফাউন্ডেশন

এটাই শেষ কথা না। কারন ভিন্ন মত আছে।

"তবে ইসলামিক ফাউন্ডেশনের এই ফতোয়াটির ব্যাপারে ইসলামি বিশেষজ্ঞরা ভিন্নমত পোষণ করেছেন। তারা বলছেন, বিষয়টি জায়েজ না হলে যুগ যুগ ধরে বাংলাদেশসহ বিশ্বব্যাপী অসুস্থ রোগীরা চেয়ারে বসে কিভাবে নামাজ পড়ছেন। এ ব্যাপারে জানার জন্য যোগাযোগ করা হলে হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও বেফাকের চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফীর ব্যক্তিগত সহকারী মাওলানা শফী বলেন, আল্লামা শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরী দু’জনেই অসুস্থতার কারণে চেয়ারে বসে নামাজ পড়েন।"
__________
তবে ব্যক্তিগত ভাবে আমি ইনশাল্লাহ চেয়ারে বসে নামাজ পড়বো না। দরকার হলে মসজিদের ফ্লোরে বসে, তাও না পারলে বাসায় শুয়ে। তবে যারা চেয়ারে বসে পড়েন তাদের নিষেধ করার মত সলিড কোনো এগ্রিমেন্ট এখানে নেই। ভবিষ্যতে যদি আলেমগন এইব্যপারে ঐক্যে পৌছেন, তবে ভিন্ন কথা।


    Comments:
  • "পথ" বলতে পারেন। আরবীতে মাজহাব।
  • অনেকেই আরবী জানেনা। [যেমন আমি জানি না]

    জাহাব অর্থ যাওয়া। আর আরবী শব্দের আগে "মা" লাগালে ঐ কাজের জায়গা বুঝায়। এইভাবে মাজহাব = যাওয়ার পথ। চলার পথ।

1-Jun-2015 10:17 am

Published
1-Jun-2015