Post# 1368025508

8-May-2013 9:05 pm


রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, মহান আল্লাহ্‌তা'আলা যে ব্যক্তির কল্যাণ চান তাকে বিপদে ফেলেন।
[বুখারী, রিয়াদুস স্বালিহিন, ৩৯]

অপর এক হাদিসে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, আল্লাহ্‌ যখন তাঁর বান্দার কল্যাণের ইচ্ছা করেন তখন দুনিয়াতে তার জন্য তাড়াতাড়ি বিপদ-আপদ নাযিল করে দেন। আর যখন তিনি তাঁর বান্দার অমঙ্গলের ইচ্ছা করেন তখন তাকে গোনাহের মধ্যে ছেড়ে দেন। অবশেষে কিয়ামতের দিন তাকে পাকড়াও করবেন।
[তিরমিযী, রিয়াদুস স্বালিহিন, ৪৩]

8-May-2013 9:05 pm

Published
8-May-2013