ওহুদের যুদ্ধে যখন রাসুলুল্লাহ সা: এর চাচা হযরত হামযা রা: শহিদ হল তখন রাসুলুল্লাহ সা: বলেছিলেন কুরাইশরা বিচলিত হয়ে যাবে, নচেৎ তিনি এ লাশ ময়দানে এভাবেই ফেলে রাখতেন। এবং জন্তু জানোয়ার এসে সে লাশ খেয়ে নিতো। হাশরের দিন আল্লাহ তায়ালা উনাকে ওই জীব জন্তুর পেট থেকে নিয়ে একত্রিত করে আবার জীবিত করতেন। ইমপ্লাইং, ওটাই উনার জন্য আরো উত্তম হতো। --
দাতা হাতেম তাই এর পুত্র যখন রাসুলুল্লাহ সা: কে জিজ্ঞাসা করেছিলেন: আমার পিতার কি পরিনতী হবে? তখন তিনি উত্তর দিয়েছিলেন: হাতেম যা চেয়েছিলেন আল্লাহ তায়ালা তাকে দুনিয়াতেই তা দিয়ে দিয়েছেন। ইমপ্লাইং, তার দানের প্রতিদান আল্লাহ তায়ালা দুনিয়াতেই মানুষের প্রশংসা দ্বারা দিয়ে দিয়েছেন। --
কি বুঝলাম?
মৃত্যুর পর মানুষ আমার প্রশংসা করবে, তার থেকে আমার জন্য ভাল যদি আমার লাশ শিয়াল কুকুর খায়।
মতিঝিলের হাজার শহিদদের জন্য আজকে কোন শোক গাথা নেই।
হয়তো তাদের লাশ ময়লার সাথে ফেলে দেয়া হয়েছে।
--
ইসলাম!
আমি দ্বীন হিসাবে ইসলামকে পেয়ে সন্তুষ্ট!!!