Post# 1367855047

6-May-2013 9:44 pm


মাঝে মাঝে মনে হয় আল্লাহ তায়ালা যদি স্পষ্ট করে বলে দিতেন এখন এক্সক্টলি কি করতে হবে? কি করা উচিৎ? কি করা ভাল?

এর পর মনে হয়, ইহুদিরা এই দোয়াই করতো। তারা স্পষ্ট হুকুম চাইতো যার পরে কোন ব্যখ্যার প্রয়োজন নেই। এবং আল্লাহ তায়ালা তাদের যখন স্পষ্ট হুকুম দিতেন তখন সেটাকে তাদের জন্য কঠিন করে দিতেন। এবং এর পর স্পষ্ট হুকুম আসার পর সেটা না মানার জন্য তাদের শাস্তিটাও হতো কঠোর। তাই ইহুদিদের শরিয়তও সবচেয়ে কঠিন।

কি করবো এ কনফিউশনটাকেও তাই আমি দ্বীনের অংশ মনে করি। এর জন্যও সোয়াবের ও আল্লাহর তরফ থেকে ক্ষমার আশা করি।

6-May-2013 9:44 pm

Published
6-May-2013