Post# 1364568966

29-Mar-2013 8:56 pm


জুম্মার নামাজের আগে মুফতি মনসুরুল হক সাহেব আজকে বললেন:

আল্লাহ তায়ালা বলেছেন 'ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইয়া'বুদুন'
ইবাদৎ শব্দটা এসেছে আবদ থেকে যার অর্থ দাসত্ব।
আল্লাহ তায়ালার নৈকট্যের অনেক স্তর আছে, ফানা ফিল্লাহ, বাকা বিল্লাহ। এর সবচেয়ে উচু যে স্তর সেটা হল উনার আবদ হয়ে যাওয়া।

আল্লাহ তায়ালা এজন্য কোরআন শরিফে রাসুলুল্লাহ <সা:> কে উনার আবদ হিসাবে পরিচয় দিয়েছেন।
"ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাজ্জালনা আলা আবদিনা..."
"সুবহানাল্লাজি আসরা বি আবদিহি..."
"ওয়া লাম্মা ক্বামা আব্দুল্লাহি..."

যে লোক প্রতিরাতে তাহাজ্জুদ পড়ে আর এজন্য নিজেকে উত্তম মনে করে, তার থেকে ওই লোক ভাল যে কোন রাতেই তাহাজ্জুদ পড়ে না এবং সে জন্য নিজেকে পাপী মনে করে।

আল্লাহ তায়ালা আমাকে এ কথাগুলো মনের রাখার ও এ থেকে শিক্ষা নেবার তৌফিক দিন।

29-Mar-2013 8:56 pm

Published
29-Mar-2013