আবু দাউদের কিছু হাদিস/
"মানুষ তার বন্ধুদের ধর্মের উপর। তাই প্রত্যেকে যেন দেখে নেয় কাকে সে বন্ধু বানাচ্ছে।"
http://sunnah.com/abudawud/43/61
"খুশির কথা বলো, ভয়ের কথা বলোনা।
সহজ করো, কঠিন করো না।"
http://sunnah.com/abudawud/43/63
"মু'মিন কখনো একই গর্ত থেকে দুইবার কামড় খায় না"
http://sunnah.com/abudawud/43/90
"সবচেয়ে খারাপ মানুষ হল দুই চেহারার মানুষ। ওদের কাছে এক চেহারা নিয়ে আসে, আবার ওদের কাছে আরেক চেহারা।"
http://sunnah.com/abudawud/43/100