গত কয়েক দিনের Tech Live Drama.
PyCon 2013 কন্ফারেন্স চলছে।
এক মেয়ে সামনের সিটে বসা। পিছন বসা দুলোক নিজেদের মধ্যে কথা বলছে। মেয়েটা তাদের কথা শুনে পছন্দ করলো না। মোবাইল ফোন দিয়ে দুজনের ছবি তুলে টুইটারে দিয়ে দিল "তারা এই এই বলছে"...
ইন্টারনেট 'মব' ওই দুলোকের উপর ক্ষেপা। পরদিন সকালে ওই দুই জন ঘুম থেকে উঠে দেখে তাদের ছবি সারা ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। নতুন ভিলেন হিসাবে।
এদের একজনকে তার কম্পানি বরখাস্ত করলো পরদিন। এবার ইন্টারনেটের সব প্রোগরামারা ক্ষেপে গিয়েছে। মেয়েটা যে কম্পানিতে চাকরি করতো তার website-এ DDOS Attack চালিয়ে ব্যবসা বন্ধ। মেয়েটাকে খুনের হুমকি। গালি গালি।
পরদিন মেয়েটার কম্পানিই মেয়েটাকে বরখাস্ত করলো, একজনের ব্যক্তিগত কথা নিয়ে online এ slander করার জন্য।
শেষে কে জিতলো? এই পর্যালোচনাই এখন চলছে নেটে।