সব ইসলামি দল এক পক্ষে এটা মনে করার কোন কারন নেই। শাহবাগের পক্ষে 'আশেকানে আউলিয়া', তরিকত ফাউন্ডেশন ও আওয়ামি ওলামা লিগ আছে। 'আশেকানে আউলিয়া' হল আমাদের শাহরিয়ার কবিরের দল, যারা দুদিন আগে প্রেস ক্লাবে সম্মেলন করেছে।
ঢাকার এক আলিয়া মাদ্রাসার এক স্টুডেন্টের কথা শুনলাম। বুঝলাম তাদের ৩০% উস্তাদ উলামা লিগ করে। মুসলিমদের সম্পর্কে আমার মনটা সবসময় ভাল রাখার চেষ্টা করি। তাদের পক্ষেও যুক্তি বের করে আনতে পারব, ইনশাল্লাহ :পি
ধাক্কাটা খেয়েছি বেরলভি পন্থি একজনের সাথে কথা বলে। বুঝলাম সেও শাহবাগ পন্থি। বুঝলাম দেশে বেরলভি পন্থি সবাই শাহবাগি। নো এক্সেপশন। আমাদের শোলাকিয়ার ইমাম সাহেব শাহবাগে গিয়ে ঐক্যমত প্রকাশ করে আসাটা আইসোলেটেড কোন ইভেন্ট ছিল না। মানে ওই পক্ষে রাজারবগী, দেওয়ানবাগী এবং কুতুববাগীও।
তাহলে আমার করনীয় কি?