মসজিদে ফজরের পরে চরমোনাইয়ের মুরিদরা জিকিরে বসে।
আমি তাদের সাথে শরিক হই না এই ধারনা করে যে বেশি সোয়াব হবে।
আবার তাদের বিভ্রান্তও মনে করি না এই ভেবে যে তারা বিদায়াতি করছে।
এলাকায় একটি আহলে হাদিস মসজিদ আছে।
আর কেউ না গেলেও আমি মাঝে মাঝে ওখানে নামাজ পড়ি, কারন তাদের আমি হক মনে করি।
আবার এত বেশি যাই না, যে তারা আমাকে তাদের দলভুক্ত মনে করে।
আমি জামাতে ইসলামকে একটি রাজনৈতিক দল মনে করি।
অন্য রাজনৈতিক দল থেকে তাদের বেশি পছন্দ করি না এই ভেবে 'তারা ইসলামের জন্য করছে'।
আবার অন্য দল থেকে তাদের বেশি অপছন্দ করি না এই ভেবে যে 'ইসলাম নিয়ে তারা রাজনীতি করছে'।
আমার আত্মীয় স্বজনদের মাঝে বেরলভি একটা গ্রুপ আছে [রাসুলুল্লাহ সা: নুর ছিলেন...]।
তাদের ওই বিশ্বাসগুলোকে আমি ভুল মনে করি এবং গ্রহন করি না।
কিন্তু তাদের সম্মান করি, কারন আমল ও দ্বীনের চর্চার দিক থেকে তারা আমার থেকে অনেক এগিয়ে।
কওমি মাদ্রাসার হানাফি আলিমদের আমি অনুসরন করি।
কিন্তু আহলে হাদিস বা অন্য দলগুলোকে আক্রমন করে বলা তাদের কথাগুলো গ্রহন করি না।
এবং বাকি তিন মাজহাবের সম্মলিত ফতোয়া যদি হানাফি মাজহাবের বিপরিত হয় তবে ওই তিন মাজহাবের ফতোয়াই আনুসরন করি।
আমি কোন দলে?