দেশে একটা ধারনা আছে হিফজ করতে হলে ছোট কালে করতে হয়। একটু বড় হলে আর পারে না। অনেক পরে জেনেছি এটা ভুল ধারনা। সাহাবাগন বড় হয়েই হাফেয হয়েছেন। দেশে কিছু আলেম দেখেছি যারা বড় হয়ে হিফজ করেছেন। বলা হয় প্রথম দিকে একটু কঠিন লাগে, কিন্তু য়ে কোন ৫ পারা মুখস্ত করার পর বাকিটা সহজ।
আলহামদুলিল্লাহ, পাচ পারা মুখস্ত শেষ করেছি। ১, ২, ২৮, ২৯, ৩০। আজকে নতুন আরবী মাস আরম্ভ হল। রমযানের আগে চার মাসে আর কতটুকু শেষ করা যায় দেখি।