এই আয়াতে মোটা মুটি বর্তমান বাংলাদেশের সবকিছুই চলে এসেছে।
[তাদেরকে] বলে দিনঃ "তিনি ক্ষমতা রাখেন য়ে তোমাদের উপর আযাব পাঠাবেন
তোমাদের উপরের দিক থেকে,
অথবা তোমাদের পায়ের নিচের দিক থেকে,
অথবা তোমাদের কনফিউজড করে দলে উপদলে ভাগ করে দেবেন
এবং একদলের অত্যাচারের স্বাধ অন্য দলকে বো্ঝাবেন।"
-- দেখুন কিভাবে আমি আয়াত বিস্তারিত করে বলি য়েন তারা বু্ঝে।
সুরা আনআম – ৬৫
http://quran.com/6/65/
তফসিরে আরো বলা হয়েছে উপরের দিক থেকে আযাব মানে, সরকারের তরফ থেকে আযাব।
এখন করনীয়?
ইস্তেগফার ও ওই গুনাহগুলোকে পরিত্যগ করা যেগুলোর জন্য আল্লাহ তায়ালা এই আযাব পাঠিয়েছেন।
এখানে পক্ষ নিয়ে অংশগ্রহন মিনিংলেস। কারন এগুলো করছেন আল্লাহ তায়ালাই।