Post# 1362143976

1-Mar-2013 7:19 pm


এক শিশু যে মায়ের কোলে দুধ খাচ্ছিল। সুন্দর দেখতে, দামি কাপড় পড়া এক লোক রাস্তা দিয়ে ঘোড়া বা কিছুতে চড়ে যাচ্ছিল।

মা দোয়া করলেন "হে আল্লাহ, আমার বাচ্চাকে এই লোকটার মত করো"।
বাচ্চা বলে উঠল "হে আল্লাহ আমাকে তার মত করো না"।

একটু পর একটা মহিলাকে লোকেরা পিটাতে পিটাতে নিয়ে যায়, "তুই জেনাকার, তুই চোর"।
মহিলাটা শুধু বলছিল "আমার জন্য আল্লাহই যথেষ্ট, আল্লাহই আমার উত্তম মালিক"।

মা দোয়া করলেন, "হে আল্লাহ, আমার বাচ্চাকে এর মত বানিয়ো না"।

বাচ্চা বলে উঠলো "হে আল্লাহ, আমাকে তার মত বানিয়ো"।

মা বাচ্বচাকে বললো "সুন্দর লোকটার ব্যপারে তুমি বললে, তার মত করো না। 'তুই জ়িনাকার, তুই চোর' বলে যাকে মারছিলো, বললে তার মত করো?"

বাচ্চাটা জবাব দিলো "লোকটা কাফির। তাই দোয়া করেছি, হে আল্লাহ আমাকে তার মত বানিও না।

আর দাসীটা সম্পর্কে লোকেরা বলছিল, 'তুই জ়িনাকার' অথচ সে জেনাকার না।
তারা বলছিল, 'তুই চোর' অথচ সে চোর না।

তাই আমি দোয়া করেছি, 'হে আল্লাহ, আমাকে তার মত করো।'

http://sunnah.com/bukhari/60/133

1-Mar-2013 7:19 pm

Published
1-Mar-2013