Post# 1348932948

29-Sep-2012 9:35 pm


"দমে দমে সে হরদম,
পড়ে সে ইসমে আজম।"

কবি নজরুল বলছে মাছের পেটে ইউনুস আলাইহিসাল্লিম "ইসমে আজম" পড়ে মুক্তি পেয়েছিল। মাছের পেটে ইউনুস আ: যে দোয়া পড়েছিলেন সেটা কোরআন শরিফে উল্লেখ আছে। কিন্তু আলিমরা ওটাকেই ইসমে আজম বলেন না।

তবে ইসমে আজম কি? এটা আল্লাহ তায়ালার এমন একটা নাম। ওই নাম দিয়ে আল্লাহকে ডেকে কোন লোক যে কোন সময় যা দোয়া করেন তাই উনি তাকে তাই দিয়ে দেন। সুফিদের মাঝে এই ধারনা প্রচলিত আছে। সালাফিদের মতে এগুলো কল্প গল্প।

তবে আল্লাহর কাছ থেকে কোন দোয়া কবুল করার জন্য ইসমে আজম জানা জরুরী নয়। কিছু স্থান কাল ইভেন্টের কথা বলা হয়েছে যখন মানুষ যা দোয়া করে আল্লাহ তায়ালা তা কবুল করেন।

    Comments:
  • Great!. এগুলা ছেড়ে বিদেশ ভুইয়ে কি করছেন?

    আমেরিকায় এ রকম একটা সুইমিং পুলের দাম হবে কম পক্ষে এক মিলিয়ন ডলার!

29-Sep-2012 9:35 pm

Published
29-Sep-2012