Post# 1348931207

29-Sep-2012 9:06 pm


প্রদীপ থেকে দৈত্য বাহির হয়ে বললো, "তোমার তিনটা উইশ পুর্ন করা হবে। উইশগুলো বল।" পাশ্চাত্য রূপকাথার একটা জনপ্রীয় আরম্ভ। এটা সাধারনত শেষ হয় বিভিন্ন টুইষ্ট দিয়ে। যতগুলো পড়েছি সবগুলোরই শেষ পরিনতি হয় খারাপ কিছু দিয়ে।

29-Sep-2012 9:06 pm

Published
29-Sep-2012