Post# 1348242175

21-Sep-2012 9:42 pm


ইউটিউব ব্লক করার পরও httpS: দিয়ে এক্সেস করা যেত। আজ সকাল থেকে সেটাও করা যাচ্ছে না।

গত রাতে আমার WiFi দিয়ে এক বন্ধু এখানে বসেই তার মোবাইলে ভিডিওটার প্রথম ২ মিনিট দেখেছে। আমি এখনো দেখিনি। দেখলে হয়তো অনেক দিনের জন্য ইমোশেনেলী আপসেট হয়ে থাকতাম।

গত শুক্রবার জুম্মার নামাজে যাচ্ছি, এলাকার এক ভাই বলে "ভাই বাইতুল মুকাররমে যাচ্ছি সিনামার প্রতিবাদ করতে, যাবেন নাকি সাথে? রিকশায় উঠে যাই।" সে আমাকে মিছিলকারী ভাবলো কেন এটাই ভাবতে থাকলাম।

তাহলে এ ঘটনার রেজুলুশন কি? শরিয়ার কিতাবে এ ব্যপারে যা লিখা আছে আমি তার সাথে একমত। মিছিল আন্দোলনের কথা সেখানে নেই। কি লিখা আছে? মাসলার ব্যপার। এসব ব্যপারে কিছু লিখতে গেলেই একেক জন একেক রকম মত দেবে। আমি যেটাকে হক মনে করি সেটার উপর থাকব, ইনশাল্লাহ।

21-Sep-2012 9:42 pm

Published
21-Sep-2012