ছোটবেলায় সকালে সবাইকে কোরআন তেলাওয়াত করতে দেখতাম।
৮০ দশকে, সকালে ঢাকার গলি দিয়ে হাটলে, পেছনের বাসার তিলাওয়াতের শব্দ দূরে যাবার আগে সামনের দু বাসার আওয়াজ বাড়তে থাকত। রাস্তায় এমন কোন জায়গা ছিল না যেখানে তিলওয়াত শোনা যেত না।
৯০ এ কমে যায়। বারান্দায় সকালে বসলে তার পরও কোন না কোন এক বাসার শব্দ আসত। পরিচিত গলা না হলে অপরিচিত কারো।
২০০০ এর পর, বারান্দায় কোন দিন তিলওয়াত করলে আমি একাই থাকতাম। আর সবার মত আমিও রাতে জাগি সকালে ঘুমাই। নিঃশব্দ শহরে জোরে তিলওয়াত কেমন যেন odd লাগে।
এখন ২০১০। মসজিদে গিয়ে দেখি এক যুবক কোরআন শরিফ নিয়ে বসেছে। অনেক দিন পর নতুন জেনারেশনের কাউকে তিলওয়াত করতে দেখে অন্য রকম অনুভুতি হল।
#HabibTrend