সৌদি আরবে গিয়ে একবার একমাস ছিলাম। প্রচন্ড রোদে আর শুষ্ক আবহাওয়ায় ঠোট ও মুখ শুকিয়ে থাকত। তাই কথা বলার সময় ঠোট আর জ্বিহ্বা প্রায় না নড়িয়ে শুধু গলা দিয়ে বাতাস বের করে কথা বলতে হত। তাতেই দেখি মাখরাজ [আরবি উচ্চারন] অনেক সহজ হয়ে এসেছিল।
- Comments:
- দেশে ফিরছেন নাকি?