Post# 1347030389

7-Sep-2012 9:06 pm


রমনা থানা মসজিদে প্রায়ই নমাজ পড়া হত। ইমাম সাহেবকে দেখতাম জোহরের আজানের পর আধা ঘন্টা ধরে নামাজে দাড়িয়ে থাকতেন। মুসুল্লিরা চিন্তায় পড়ে যেত, ইমাম সাহেব যে নামাজে দাড়িয়েছেন, জামাতের কথা খেয়াল আছে তো? কিন্তু শেষ মিনিটে তিনি নামাজ শেষ করে জামাতে দাড়াতেন।

উনার মৃত্যুটা নাটকিয় ছিল। এর পর জানলাম উনি নামাজে প্রতিদিন এক খতম কোরআন শরিফ পড়তেন!

    Comments:
  • "Tell'm u wan'm to be writing kind" --> told it I to be reading kind:-) at least for the time being. Need to finish quran before my brain loses its capability to store new memory.

    Shall be checking fabric of cosmos, hadn't read it yet.

7-Sep-2012 9:06 pm

Published
7-Sep-2012