Post# 1347029804

7-Sep-2012 8:56 pm


ঢাকার মনিপুরিপাড়া জামে মসজিদে একসময় নামাজ পড়তাম। মসজিদের ইমাম সাহেব সম্মানিত বক্তি ছিলেন। শেষ কয়েক বছর প্রতিদিন বিকেলে মসজিদের কোনে বসে নিজে নিজে কোরআন শরিফ মুখস্ত করতেন। হটাৎ এক রমজানে মুসল্লিরা সবাই দেখে ইমাম সাহেব নিজেই খতম তারাবি পড়াতে দাড়িয়েছেন। মানে উনার হাফেজি শেষ! ওই রমজানের পরই উনার মৃত্যু হয়। হাফেজ অবস্থায়।

৬০ বছরের পর উনি হাফেজ হয়েছিলেন। অধিক বয়সেও হাফেজ হওয়া যায় এটি তার সপক্ষে একটি উদাহরন।

7-Sep-2012 8:56 pm

Published
7-Sep-2012