নিচে কিছু কথা। সংগে আমি একটা দেই। ফাজায়েলে আমল থেকে।
নিজের জানা ইলমের উপর যে আমল করবে -- আল্লাহ তায়ালা তাকে গায়েব থেকে ইলম শিখাবেন।
মানুষের কাছে যা মাল আছে এগুলো থেকে যে মুখ ফিরিয়ে নেবে লোভ করবে না -- মানুষ তাকে ভালো বাসবে।
নিচে কালেকটেড :
//
যাবতীয় দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের উপায়-
হযরত থানভী (রহঃ) বলেন, একবার হযরত মাওলানা রশীদ আহমাদ গাঙ্গুহী (রহঃ) বলেন যে, কারো থেকে কোনো প্রকারের প্রত্যাশা রাখবে না।
এমনকি আমার থেকেও না।
এটি দ্বীন-দুনিয়ার মূল রহস্য।
এ অবস্থা যার হবে, সে যাবতীয় দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ করবে।
কামালাতে আশরাফিয়া
মালফূয ৫৮২ পৃষ্ঠা ২৫৮