Post# 1613727684

19-Feb-2021 3:41 pm


জিকির :

| "চাকরি নেই। জানু চলে গিয়েছে। জীবনের আর কোনো উদ্দেশ্য নেই। আত্মহত্যা করবো।"

আত্মহত্যা না করে জীবনে আর যে কয়টা দিন আল্লাহ তায়ালা বাচিয়ে রেখেছে আল্লাহর জিকির করে কাটান। জিকির করতে থাকেন, এর জন্য যেন বেচে আছেন। আর সকল স্বপ্ন যেহেতু বলছেন শেষ।

এই জিকির করতে করতে দেখবেন আল্লাহ তায়ালা খাবারের ব্যবস্থা করে দেবে। পাখিদের যেমন করে। অভাবও দূর হলো।

প্রচন্ড কষ্ট? রাসুলুল্লাহ ﷺ ফাতেমা রাঃ কে এই ৩৩ তাসবিহাত শিখিয়েছিলেন কষ্টের বিপরিতে। এটা ওটার ট্রিটমেন্ট।

| "এত অসুস্থ। জামাতে যেতে পারছি না। বেচে থেকে কি লাভ?"

বেচে থেকে জিকির করতে থাকেন। ২০০ শ বার যে "লাইলাহা ইল্লাল্লাহু। ওয়াহদাহু লা শারিকালাহু। লাহুল মুলক ওয়ালাহুল হামদ। ওয়াহুয়া আলা কুল্লি শাইয়িন কাদির" পড়বে তার থেকে বেশি নেক আমল ঐ দিন পৃথিবিতে আর কেউ করে নি।

এক ওয়াক্ত নামাজ জামাতে কোনো কারনে পড়তে না পারলে যেমন বিদেশে আছেন, মসজিদ বন্ধ বা চাকরিতে অনুমতি নেই তবে এটা পড়েন শত বার। এটা ওটার অফসেট।

| "লম্বা সময় বেচে থেকে কি লাভ?"

প্রতিদিন জিকির করতে পারছেন। বেচে থাকার এই উদ্দেশ্য। আপনার অন্য স্বপ্ন কল্পনাগুলো হারিয়ে গেলেও।

19-Feb-2021 3:41 pm

Published
19-Feb-2021