Post# 1613724241

19-Feb-2021 2:44 pm


TIL : দেশে এখন একটা নাটক বানাতে লাগে ২ লাখ। আর সিনামা বানাতে ২০ লাখ।

আগে সেলুলয়েড ফিল্মের দাম ছিলো সবচেয়ে বেশি। এখন সেখানে চলে এসেছে ডিজিটাল ক্যামেরা। হাজার সিনেমা রেকর্ড করলেও খরচ বাড়ে না।

আর প্রতি সিনেমার জন্য কোটি টাকায় স্টুডিও সাজাতে হয় না, বা বিদেশে যেতে হয় না শুটিং করতে। গ্রিন স্ক্রিনে রেকর্ড করে কম্পিউটারে বসে স্পেশাল ইফেক্টে বিদেশে বা রাজপ্রাসাদে।

নায়ক নায়িকার খরচ এখন সবচেয়ে বেশি। কিন্তু দেশে নায়িকা হবার জন্য মেয়েরা পাগল। পারলে নিজেরাই টাকা দিয়ে নায়িকা হবে। খরচ কমে আসে।

19-Feb-2021 2:44 pm

Published
19-Feb-2021