আপনি সামনের জীবনটা কি করে কাটাবেন চিন্তা করেন।
বিরোধিদের প্রতিটা কথার পাল্টা যুক্তি বের করে বাকি জীবন কাটাতে পারেন। এখানে বিরোধি বলতে নাস্তিক হতে পারে বা "বেদায়েতি"।
বা নিজে আমল করে আল্লাহর কথা চিন্তা করে উনার নৈকট্য খুজে কাটাতে পারেন।
এলম শিক্ষার ক্ষেত্রেও এটা। বিপরিত দলের পাল্টা যুক্তির দলিল সারাদিন বের করতে পারেন। বা নিজের আমল, বুঝ, আখলাক, নৈকট্য, আখিরাতের ইলমের খোজে কাটাতে পারেন।
যদি "যুক্তি কাটানোর" পথে যান তবে সারাদিন এটাই করতে হবে। কারন বিপক্ষ একের পর এক যুক্তি আনতে থাকবে আপনাকে ব্যস্ত রাখতে। যেমন নাস্তিকদের মেনিফেস্টোতে এটা বলা আছে।
বরং নিজের পথ দেখি। বিপক্ষের কথা উপেক্ষা করি। বহু পথ যেতে পারবেন ইনশাল্লাহ।
ইতিহাসে যারা বিখ্যাত হয়েছে তার এভাবে হয়েছে। বিপক্ষের কথা ইগনোর করে। নিজেরা পজিটিভ গঠনমূল কাজ করে।
আল্লাহ তায়ালা আমাদের তৌফিক দিন।