কেউ বললো "হানাফি/সালাফিদের মূলে ... এখানেই গলদ"
নিজ দলের সমালোচনা শুনলে আমরা উত্তেজিত হয়ে যাই।
এটা নিজের বিশ্বাসের অস্থিরতার নির্দেশক। আমি নিজের বিশ্বাস নিয়ে নিজেই কনফিডেন্ট না, তাই আরেকজন কিছু বললে "সত্য কথা গায়ে লাগের" মতো আমার গায়ে লাগে।
বলছিলাম, যে যেই দিকে আছেন সে দিকেই থাকেন। কেবল এক দল অন্য দলের বিরুদ্ধে না লাগালেই হলো।
পার্থক্যগুলো অত বড় কিছু না। কিন্তু লাগালাগিটা এর থেকে শত গুন বড়।
"তার কথা শুনে যদি আমি কনফিউজড হয়ে যাই?"
তবে তখন ক্লিয়ার করেন। আমি যেটা করি। নিজের দলের মতকে ডিফেন্ড করবো তার নিজের দলের শিক্ষাকে আক্রমন না করে।
এটাও তার প্রতিটা কথায় না। বরং যে কথা আমাকে কনফিউজড করবে কেবল সেটায়।