"বেহেস্তি জেওর কি ভুল?"
ক্রস চেক করবেন ফতোয়ায়ে আলমগিরির সাথে। এটা তার কয়েকশ বছর আগে লিখা। আরো বড় আলেমদের দিয়ে।
ফতোয়ায়ে আলমগিরি ক্রস চেক করবেন হিদায়ার সাথে। তারো কয়েকশ বছর আগে লিখা আরো বড় আলেমদের দিয়ে।
হিদায়াও ক্রস চেক করতে পারবেন তারও কয়েকশ বছর আগে লিখা ... বাকিটা লিখলাম না।
উপরের সবগুলো কিতাবের বাংলা অনুবাদ আছে। যদি দেখেন সব কিতাবে সব মাসলার একই কথা বলা হয়েছে তবে বেহেস্তি জেওর ঠিক আছে। চিন্তার কিছু নেই।
নিশ্চিৎ হবার জন্য।
প্রশ্ন ছিলো : বেহেস্তি জেওর পড়া উচিৎ না, ভুল, কথাটা ঠিক কিনা।