Post# 1613528405

17-Feb-2021 8:20 am


| "আকিদা শিক্ষা করা খুব জরুরি নয়তো ঈমান ঠিক নেই। আকিদা কি করে শিখবো?"

কোরআন শরিফ পড়েন। এটা সম্পূর্ন আকিদার বই। কোরআন পড়ার যাদের সময় নেই বা কোনো কারনে ইচ্ছে নেই তাদের জন্য বিকল্প আকিদার বই।

| "কিন্তু কোরআন শরিফে আকিদার সব কথা স্পষ্ট করে বলা নেই।"

তাই নাকি? ব্যখ্যা আকিদা না। স্পষ্ট কথা আকিদা। "আকিদার ক্ষেত্রে তকলিদ নেই" -- এটা হানাফি দেওবন্দি শিক্ষা বলে আমাদেরকে জানানো হয়েছে।

"তকলিদ" মানে কোনো আলেমের কথার অন্ধ অনুসরন।

তাই আরেকজন কোরআন পড়ে কি বুঝে তার কিতাবে কি লিখলো সেটা আমি অনুসরন করবো না। তার কথা তার জন্য।

আমি নিজে পড়ে কি বুঝলাম সেটা আমি অনুসরন করবো।

17-Feb-2021 8:20 am

Published
17-Feb-2021