Post# 1613524047

17-Feb-2021 7:07 am


"খারেজি" -- গুরুত্বপূর্ন কিছু কথা তথ্য হাদিস সামারি।

তবলিগ জামাত খারেজি নাকি অন্য কেউ? এখন যেহেতু পুরানো একটা ভিডিও ভাইরাল হচ্ছে। এটা বুঝার ব্যপার। এবং স্বভাবতই "বুঝ" প্রত্যেকের ভিন্ন ভিন্ন। এবং জান্নাত জাহান্নাম আমাদেরকে সৃষ্টি করার আগেই আল্লাহ তায়ালা লিখে রেখেছেন কার জন্য কোনটা।

নিজের পথ দেখি।

আমার জন্য এই পোষ্টটার দরকার ছিলো না। কিছু তথ্য সামারাইজড, রেফারেন্সড এজন্য শেয়ার। এই বাদে এটা রেয়ার কিছু শেয়ারের অংশ যেটা আমি অন্যদের জন্য করি, নিজের জন্য না।

শেষে একটা পজিটিভ নোট এড করি যে নিচে বর্নিত বানোয়াট হাদিস তৈরিকারি "মুহাম্মদ আব্দুল গণি" আহলে হাদিস ভাইদের কেউ না। নেটে সার্চ করে পেলাম আমার ধারনা মতো উনি "মাজারি লোক" তরিকত পন্থি।

দু দিন আগে শায়েখ আব্দুর ... এর উপর হামলাকারিরাও ছিলো মাজারি।

বুঝি। দেখি। অপেক্ষা করি।

এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

17-Feb-2021 7:07 am

Published
17-Feb-2021