আমরা যখন স্কুলে ছিলাম তখন ডিকশেনারি মুখস্ত করার একটা রেওয়াজ ছিলো। শোনা যেতো বিভিন্ন জনের কথা "ওর পুরো ডিকশেনারি মুখস্ত"। আমাদের ক্লাসেও এমন একজন ছিলো যার মুখস্ত। ইন্টারেস্টেড একজন কিছু আরম্ভ করে আমাকে জিজ্ঞাসা করেছিলো "মুখস্ত করবো? করলে কি লাভ হবে?" জবাব দিয়েছিলাম না, করো না।
এরকম একজনের কাহিনি। এটা টানতে টানতে বহু দূর সে নিয়ে গিয়েছিলো। কিন্তু এখন অসুস্থ। অসুস্থতা থেকে নিঃস্ব। আমাদের জেনারেশনের মানুষ।
জীবনে কিছুটা ব্যলেন্সড করে চলতে পারলে ভালো।
.