"খারেজি" শেষ হয় না। লুকিয়ে যায় সমাজের মাঝে। আলি রাঃ যুদ্ধ শেষে বলেছিলেন "শেষ না, বরং তাদের পিঠের ধারায় এটা কিয়ামত পর্যন্ত চলবে।"
এখনও আমি দেখছি এটা লুকিয়ে যাচ্ছে। কোথায় লুকাচ্ছে সেটাও লক্ষ্য করছি। হয়তো অনেক বছর পরে আবার সেখান থেকে বেরুবে।
কিন্তু আমার এখানে কোনো দায়িত্ব নেই। আল্লাহর কাজ। আল্লাহ তায়ালা এই দ্বিনকে টিকিয়ে রাখবেন, উনি উনার নিয়ম দ্বারা। যাকে উনি পছন্দ করেন তাকে দিয়ে।
আমার শিক্ষা হলো, আমি ১০ বছর আগেও চিনতাম না। ধারনা করতাম তারা ইতিহাসের অংশ। এখন জানি দেখেছি।
কিন্তু এই জানা আমার কতটুকু উপকার করবে কে জানে। কিছু জিনিস না জানাই হয়তো ভালো।
My ignorance was bliss.