আমার অবস্থানটা আবার ক্লিয়ার করি।
//
ফিকহি বিষয়ে মতভেদে আমার কোনো আপত্তি নেই। যে যেটা ঠিক মনে করে। আমি নিজে একটা অনুসরন করি। কিন্তু অন্যগুলোকে ভুল বলি না।
কিন্তু "একটাই ঠিক। আমারটা ঠিক। বাকি সবাই ভুল।" -- আপত্তি আছে। সংঘর্ষের আরম্ভ।
//
আকিদার ব্যপারে "আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ..." কালেমায় যা আছে সেটা আমাদের মতো আম পাবলিকদের আকিদার শেষ।
বাকি আকিদার চর্চা শুধু *আলেমদের* জন্য হাই লেভেলের থিউরিটিক্যেল ইন্টিলেকচুয়াল ডিসকাশনের ব্যপার। যেগুলোর চর্চায় আম পাবলিকের ক্ষতি ছাড়া উপকার নেই।
সাধারন পাবলিক যখন আকিদা চর্চা আরম্ভ করে তখন সমূহ বিপদ।
এক মুসলিম অন্য মুসলিমকে হত্যা করতে পারে না ফিকাহ নিয়ে। তবে করতে পারে আকিদা নিয়ে।